Promthesh Mukherjee, Baharampur, প্রয়াত হলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখোপাধ্যায়

আমাদের ভারত, ৭ জুলাই: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখোপাধ্যায়। প্রাক্তন আরএসপি সাংসদ সোমবার কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তিনি একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।

তাঁর জন্ম ১৯৪৬-এর ১৭ জানুয়ারি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শোক বার্তায় অধীরবাবু বলেছেন, “বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ ডঃ প্রমথেশ মুখার্জি পরলোকগমন করলেন। আমি এই খবর শুনে অত্যন্ত ব্যথিত ও শোকাহত হলাম। ওনার সাথে রাজনৈতিক লড়াই ছিল, কিন্তু তিনি বরাবরই ছিলেন আমার কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। জ্ঞান, শিক্ষা ভদ্রতা ও সংস্কৃতিবোধের দিক থেকে আমার স্মরণে উনি অমলিন হয়ে আছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *