বাগদায় স্কুল উন্নয়ন ফান্ডের ১৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ অক্টোবর: স্কুল উন্নয়ন ফান্ডের ১৮ লক্ষ সরকারি টাকা প্রতারণার অভিযোগ উঠল প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রবিবার অভিযুক্ত প্রধান শিক্ষক অঘোর চন্দ্র হালদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি চন্দন সরকার। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের।

অভিযোগ, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন অঘোর চন্দ্র হালদার। সেই সময়কালে তিনি স্কুল উন্নয়ন ফান্ডের সরকারি ১৮ লক্ষ টাকা স্কুল কমিটিকে না জানিয়ে ব্যঙ্ক থেকে তুলে নিয়েছেন বলে অভিযোগ। ২০১৯ সালের জুন মাসে স্কুলে নতুন প্রধান শিক্ষক আসেন। তারপর থেকে অঘোরবাবুকে স্কুলের হিসাব বুঝিয়ে দিতে বলা হয়। অভিযোগ, বারংবার বলা সত্ত্বেও তিনি কোনও রকম কর্ণপাত করছেন না। বরং হিসাব চাওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চন্দন সরকারকে হুমকি দিচ্ছেন। ঘটনার বিবরণ লিখিত দিয়ে এডিআই ও ডিআই’কে জানানো হয়েছে। অভিযুক্ত প্রাক্তন প্রধান শিক্ষক অঘোর চন্দ্র হালদারের বিরুদ্ধে রবিবার বাগদা থানায় অভিযোগ দায়ের করেন হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি চন্দন সরকার।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি চন্দন সরকার বলেন, অঘোর বাবুকে আমরা বার বার বলা সত্ত্বেও তিনি কোনও কথার কর্ণপাত করছে না। বরং হিসাব দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এ বিষয়ে অঘোর চন্দ্র হালদার বলেন, ৭ মাস আগে আমি সমস্ত হিসাব প্রধান শিক্ষককে বুঝিয়ে দিয়েছি। হিসাবে কোনও গরমিল থাকলে তখন আমাকে কেন বলা হয়নি। এখন উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

যদিও প্রধান শিক্ষক শুভেন্দু বিশ্বাসের দাবি, তাকে কিছু হিসাব দিলও পূর্ণাঙ্গ হিসাব বুঝিয়ে দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *