আমাদের ভারত, ৩০ সেপ্টেম্বর: “ইতিহাসের বইতে লেখা থাকবে এ ভাবে: ইউনুস যে বাঙ্গালির ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক সেই বিষয়টা প্রথম উঠে আসে,বাংলাদেশে নয়, ২০২৫ সালের দুর্গাপূজায়, ভারতে। কলকাতায় প্রথম তাকে অসুর হিসাবে নির্মাণ করা হয়।” বাংলাদেশের লেখক ও প্রাক্তন কূটনীতিবিদ হারুণ অল রসিদের এক্সবার্তা ইউনুসের ছবি-সহ ছড়িয়ে দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
হারুণ লিখেছেন, “অসুর ইউনুস। হিন্দুরা বাংলাদেশের জন্য আবার একটা উপকার করল। কলকাতার দুর্গাপূজায় এবার ইউনুসকে অসুর বানিয়েছে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার। কিন্তু সাম্প্রদায়িক ঘৃণাযুক্ত মানুষ অনুধাবন করতে পারল না। এতেতো কারও কোনও সন্দেহ নাই যে ইউনুস বাঙ্গালির জাতীয় ও নৃতাত্বিক ইতিহাসে সবচেয়ে ঘৃণিত জীব। কলকাতার হিন্দুদের এই কাজটির ঐতিহাসিক মূল্য অসীম।”

