জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ আগস্ট:
রবিবার রাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঘাটালের প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র দাসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর। দু’হাজার পনেরো সালে তিনি ঘাটালে প্রবেশনার হিসেবে কাজ করেছেন। এরপর তিনি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এবং মুর্শিদাবাদের নওদা ব্লকের বিডিও হন। বর্তমানে তিনি নওদা ব্লকের বিডিও ছিলেন। একমাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। তিরিশ দিন লড়াই করার পর রবিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে ঘাটাল মহাকুমার পুরনো কর্মচারীরা শোক জ্ঞাপন করেন। ঘাটালের বর্তমান ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল এবং মহকুমা শাসক অসীম পালও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
অর্জুন বাবু জানান, তিনি যখন মালদা জেলার রতুয়ার বিডিও ছিলেন তখন কৃষ্ণবাবু পাশের হরিশ্চন্দ্রপুর ব্লকের বিডিও। দু’জনে একসঙ্গে বন্যা পরিস্থিতি সামলেছি। কাজ করেছি পঞ্চায়েত নির্বাচনে। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তার পরে দ্বিতীয়বার এই ডব্লিউবিসিএস অফিসারের মৃত্যুতে শোকস্তব্ধ আধিকারিক মহল। গত কয়েক দিন তিনি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয় বলে জানাগেছে।

