Jishnu Debbarma, campaigning, Hiranmoy Chatterjee, ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় তথা অভিনেতা হিরণের সমর্থনে প্রচারে এলেন ত্রিপুরার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকে তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। এরপর তিনি হিরণকে নিয়ে ভোটের প্রচার করেন। সুলতান নগরে গৃহ সম্পর্ক অভিযান করেন তিনি।

এদিন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী তথা দেবের সমালোচনা করে তিনি বলেন, ১১ বছরে তিনি মাত্র দুটি প্রশ্ন করেছেন লোকসভাতে। তৃণমূলের জনগর্জন সভাকে তিনি ফ্যাশন শো বলে কটাক্ষ করেন। সরকারের কাজ কি গর্জন করা? প্রশ্ন করেন তিনি। সন্দেশখালির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, মমতা ব্যানার্জির স্লোগান মা মাটি মানুষ, কিন্তু মা এবং বোনেদের কিভাবে সম্মানহানি হচ্ছে তার প্রমাণ সন্দেশখালি। তিনি প্রশ্ন করেন পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়েছে কি? লন্ডন বানাতে পেরেছেন কি?

তিনি এদিন হিরণ সম্বন্ধে বলেন, তিনি ভারতীয় জনতা পার্টির নেতা, তিনি একজন রাষ্ট্রবাদী নেতৃত্ব। ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই নায়কের লড়াইকে তিনি বলেন, এটি দুই নায়কের লড়াই নয়। সন্ত্রাসবাদী পার্টি বনাম রাষ্ট্রবাদী দলের নির্বাচনী লড়াই। অভিষেকের ছবিতে অভিষেক পেশি দেখাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন পেশি দিয়ে রাজনীতি হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *