সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ সেপ্টেম্বর: গত ৪ অগস্ট সিআরপিএফ জওয়ানের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক বিএসএফ কর্মী ও তার ঘনিষ্ঠ বন্ধু। পুলিশ জানিয়েছে, ধৃত বিএসএফ কর্মীর নাম অভিজিৎ হালদার, বাড়ি অশোকনগরের কল্যাণগড়ে। তাঁর সহযোগী শম্ভু পাল। তিনি অশোকনগরের কচুয়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, গত ৪ আগস্ট অশোকনগরের বুজরুক দিঘা দোগাছিয়া এলাকার রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয় যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে কোনও সূত্র হাতে না এলেও মৃতদেহের পাশে একটি বাসের টিকিট মেলে। সেই টিকিট ঘিরেই শুরু হয় তল্লাশি, এবং শেষমেশ দুই অভিযুক্তের নাম উঠে আসে। নিহত যুবকের বাড়ি মেদিনীপুরের নন্দীগ্রামে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। পরিজনেরা গিয়ে দেহ শনাক্তও করেন।
জানা যায়, মৃত যুবক একসময় সিআরপিএফ জওয়ান ছিলেন। তবে চাকরির সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হলেও অবস্থার উন্নতি হয়নি। শেষমেশ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। শনিবার উত্তরপ্রদেশ থেকে ধৃত বিএসএফ কর্মী অভিজিৎ হালদারকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। পরে তাকে অশোকনগরে নিয়ে আসা হয়। রবিবার বারাসত আদালতে পেশ করা হলে ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। তদন্তকারীদের দাবি, ঘটনার আসল কারণ জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।

