খড়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ডঃ উত্তম মুখোপাধ্যায় প্রয়াত

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: খড়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শিক্ষক ডঃ উত্তম মুখোপাধ্যায় প্রয়াত হলেন। ১৪ ডিসেম্বর রাতে কলকাতায় তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন।

উত্তমবাবু বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০১০ সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে খড়ার পৌরসভা ভোটে জয়লাভ করে চেয়ারম্যান হন। এরপর ২০১৫ সালে পুনরায় জয়লাভ করে ওই পুরসভার চেয়ারম্যান হন ।২০২০ সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন। পরে ওই পুরসভার প্রশাসক হন। তার মরদেহ মঙ্গলবার খড়ার-এ পৌঁছলে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলুই, ঘাটাল ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ মাঝি সহ জেলা এবং মহকুমার নেতৃত্বরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। তাঁর মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন এবং খড়ার এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *