সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জুন: পঞ্চায়েত নির্বাচনের মুখেই দুঃসংবাদ বিজেপি শিবিরে।গতকাল রাতে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দলের তালডাংরার প্রাক্তন ব্লক সভাপতি তরুণ নায়েক (৪৭)।
গতকাল রাতে বাইকে বড়জোড়া থেকে তালডাংরা ফিরছিলেন তিনি। পথের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
অনুমান কোনও বড় লরি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। রাতে টহলরত পুলিশ তাদের উদ্ধার করে।ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।তার সঙ্গীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তালডাংরায় শোকের ছায়া নেমে আসে।