জে মাহাত, মেদিনীপুর, ২০ জুন: যে সাপ দেখলে মানুষ ভয়ে পালায় এবং যার ছোবলে ভয়ঙ্কর বিপদ হতে পারে, সেই কেউটে সাপের পাশে দাঁড়ালো বনকর্মীরা। বিপদের হাত থেকে উদ্ধার করল তাকে। এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকার।
ঘটনায় জানা যায়, বেলদা থানার বীরবরপুর এলাকার কানু ঘোড়াই নামে এক ব্যক্তির বাড়ির কুয়োতে পড়ে গিয়েছিল একটি বিষধর কেউটে সাপ। বাড়ির লোকেরা দেখতে পেয়ে খবর দেন বেলদা বন বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনবিভাগের দুই কর্মী– বন সহায়ক শুভঙ্কর জানা ও ফরেস্ট গার্ড কিংকর চন্দ। কুয়োতে নেমে তাঁরা উদ্ধার করেন পূর্ণবয়স্ক কেউটে সাপটিকে।