পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: “একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগান, জীবন বাঁচান,” শ্লোগানকে সামনে রেখে রাজ্যজুড়ে চলছে অরণ্য সপ্তাহ উদযাপন। প্রতি বছর ১৪-২০ জুলাই পশ্চিমবঙ্গে পালিত হয় অরণ্য সপ্তাহ। উদ্ভিদ চারা রোপণ তথা বনমহোৎসব বাংলার সামাজিক উৎসবে পরিণত হয়েছে। এই সময় বৃক্ষরোপণ, অরণ্য সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। তাই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ লাইনের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অরণ্য সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, কলকাতার পুলিশ অফিসার সান্তনু সিনহা বিশ্বাস, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও বিশিষ্ট জনেরা।
পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, পরিবেশের ভারসাম্যের লক্ষ্যে সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান। সাংসদ জুন মালিয়া, কলকাতার পুলিশ অফিসার সান্তনু সিনহা বিশ্বাস, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার চারা গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহের অনুষ্ঠানটি শুরু করেন।