আমাদের ভারত, হাওড়া, ৮ এপ্রিল: করোনার মোকাবিলায় নিজের বিধানসভা এলাকাকে জীবানুমুক্ত করার কাজে নেমে পড়লেন ডোমজুড়ের বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি।বুধবার সকালে বালি জগাছা ব্লক অফিস এলাকা থেকে শুরু করেন এই কর্মসূচির।চামরাইল, অভয়নগর, দুর্গাপুর এক ও দুই পঞ্চায়েত ছাড়াও বেশ কয়েকটি জায়গায় চলে জীবানুমুক্ত করার কাজ। জীবানু নাশক জল ছিটিয়ে এলাকা জীবানুমুক্ত করার কাজ করেন দমকল কর্মী ও রাজীব বাবুর নিজস্ব বাহিনী। করোনা থেকে রেহাই পেতে নিজের বিধানসভা এলাকার সব জায়গায় এই কাজ চলবে বলে জানান তিনি । মন্ত্রীর এই উদ্যোগে খুশি ডোমজুড়বাসী।

