পুরুলিয়ার বাঘমুন্ডির মাঠা বনাঞ্চলে বৃক্ষ রোপণ বন মন্ত্রীর

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২১ জুন: আনুষ্ঠানিকভাবে চারা রোপণ করে বর্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। করোনা আবহের মধ‍্যেও পুরুলিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে জেলাবাসীকে উৎসাহিত করে তুললেন মন্ত্রী। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার মাঠা বনাঞ্চলে বনদপ্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে যৌথ বন পরিচালন সমিতির সদস‍্যদের সহায়তা প্রদান ও বনরক্ষা কমিটি গঠন করেন তিনি।

অনুষ্ঠান শেষে তিনি জানান, অরণ‍্য অন্নের অন্বেষণ। তাই, গাছের পরিচর্যা করা প্রত‍্যেকটি মানুষের কর্তব‍্য। আমাদের লক্ষ্য রাখতে হবে জঙ্গলের ঘনত্ব যতই বাড়বে পরিবেশ তত উন্মুক্ত হবে। তাই, এই বর্ষার মরশুমে সারা জেলায় একযোগে বৃক্ষ রোপণের কর্মসূচি নেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ‍্যমে। এদিন এই অনুষ্ঠানে পুরুলিয়া জেলা পরিষদের কো মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়, বিভাগীয় বনাধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে একটি অনুষ্ঠানের মাধ‍্যমে কৃষি সহায়ক সামগ্রী প্রদান করা হয় স্থানীয় কৃষিজীবীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *