সাথী দাস, পুরুলিয়া, ১৪ জুলাই: পাহাড় নদী অরণ্যের জেলা পুরুলিয়াতেই রাজ্যের গড় সংখ্যার মাত্র অর্ধেক জঙ্গল এবং গাছ রয়েছে। আর এই পরিসংখ্যান জনসমক্ষে তুলে ধরে বৃক্ষ রোপনে সাধারণ মানুষকে উৎসাহিত করল বন দফতর।

আজ পুরুলিয়া পৌরসভার সঙ্গে যৌথ উদ্যোগে বন মহোৎসব উদযাপন করল বন সম্প্রসারণ বিভাগ। একই সঙ্গে অরণ্য সপ্তাহ পালনের সূচনা হয় এদিন। পুরসভা সংলগ্ন জুবিলী ময়দানে এই অনুষ্ঠানে বৃক্ষ রোপণের পাশাপাশি স্কুল ছাত্রী ও স্বনির্ভর গোষ্ঠীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।


