পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৃথিবীর ভারসাম্যতা রক্ষায় সবুজায়েনকে ধরে রাখতে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেক জেলায় চলছে বন মহোৎসব।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতা শহরের অডিটোরিয়াম হলে বন মহোৎসব ২০২৫ উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইঞা, রাজ্য বন বিভাগের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক অজিত মাইতি, বিধায়ক উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্য জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন এলাকার ছাত্র-ছাত্রীদের নিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় বন মহোৎসব।