আমাদের ভারত, হাওড়া, ২৭ নভেম্বর: হনুমানের হাত থেকে বাঁচতে গ্রামে খাঁচা পাতল বন দপ্তর। যদিও এখনো পর্যন্ত বন দপ্তরের পাতাকা চায় হনুমান ধরা পড়েনি।
জানাগেছে, গত কয়েকদিন ধরে উলুবেরিয়া জামবেড়িয়া গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে তিনটি হনুমান। অভিযোগ হনুমান গুলি এলাকায় দাপিয়ে বেড়ানোর পাশাপাশি মানুষকে কামড়াচ্ছিল। ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রামবাসী হনুমানের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি। এদিকে হনুমানের হাত থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরের খবর দিলে বন দফতরের কর্মীরা গ্রামে খাঁচা পাতেন।
বন দপ্তর সূত্রে খবর, যদি খাঁচায় হনুমান ধরা না পড়ে তাহলে ঘুম পাড়ানি গুলি ছুড়ে হনুমানদের কাবু করা হবে।