আমাদের ভারত, হুগলী, ১৮ মে: হুগলী জেলার কোন্নগরের নবগ্রামে এক নম্বর মাঠ এলাকায় এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে। সোমবার নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার জানান, এক নম্বর মাঠ এলাকায় ভাড়া থাকতেন ওই ব্যক্তি। কিছুদিন আগে থেকে তিনি অসুস্থ ছিলেন। এরপর তার করোনা টেস্ট করানো হয়। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি আরপিএফ কর্মী বলে জানান উপপ্রধান।
গৌর মজুমদার বলেন, ওই এলাকা স্যানিটাইজ করা হবে এবং তার বাড়ির লোকেদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে। নবগ্রামের মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে বিনা কারণে বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানান নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার।