এক বৃদ্ধার জমি জোর করে দখল, প্রতিবাদ করায় মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৯ আগস্ট:
এক বৃদ্ধার জমি দখলের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। এই ঘটনা শান্তিপুর থানার আরবান্দি ১ চন্দ্রপুর গ্রামের।

জানা যায়, শান্তিপুর থানার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা
হেমলতা বালা। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। তখন থেকে তিনি প্রায় নিঃসঙ্গ জীবন যাপন করছেন। সম্বল বলতে তার ভিটেমাটি টুকুই আছে। আর এই ভিটেমাটির একাংশ জোর করে দখল করার অভিযোগ উঠল তারই প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ জোর করে জমি দখল করে নির্মাণকার্য চালাচ্ছিল প্রতিবেশী নিশিত বিশ্বাস ও তার পরিবার। এরই প্রতিবাদ করেছিলেন হেমলতা দেবী। সেই সময় নীশিথ বিশ্বাস ও তার পরিবার ওই বৃদ্ধার বাড়িতে চড়াও হয় এবং তাকে মারধর ও খুন-জখমের হুমকি দেয়। সুবিচারের আশায় শনিবার হেমলতা দেবী শান্তিপুর থানার দ্বারস্থ হন। সেখানে তিনি প্রতিবেশী নিশিত বিশ্বাস এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *