নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩১ অক্টোবর:
গণতন্ত্র ফেরানর দাবিতে আগামী সোমবার থেকে থানা ঘেরাও কর্মসূচি নিল যুবমোর্চা। তিন দিন কলকাতা সহ রাজ্যের সমস্ত থানা ঘেরাও করবে রাজ্য বিজেপির যুব সংগঠনের কর্মীরা। আগামী সোমবার ও মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালন হবে। বুধবার অর্থাৎ ৪- ই নভেম্বর কলকাতায় থানা ঘেরাও করে যুবমোর্চা এই কর্মসূচি শেষ করবে।
উল্লেখ্য, সংগঠনের কর্মীদের রাস্তায় নামা নিয়ে শুক্রবার কলকাতায় বৈঠকে বসেন যুবমোর্চার রাজ্য নেতৃত্ব। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত থানা ঘেরাও করা হবে। এব্যাপারে যুবমোর্চার রাজ্য সহ-সভাপতি তাপস ঘোষ বলেন, প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। শাসক দলের ক্যাডারদের হাতে প্রাণ হারাচ্ছেন বিজেপি কর্মীরা। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে লাভ হচ্ছে না বিজেপির। সেই কারণেই এবার পুলিশের বিরুদ্ধে কর্মসূচি নিল যুব মোর্চা। প্রসঙ্গত দু’দিন আগেই দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন রাজ্যের রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতিদিন আক্রমণ করছেন বাম-কংগ্রেস নেতারা। বীরভূমের মল্লারপুর থেকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় রাজ্যের উপর চাপ তৈরি করছে বিজেপি। আর সেই চাপ অব্যাহত রাখতেই আগামী সোমবার থেকে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি নিল যুবমোর্চা। তবে, জেলা কমিটি ভেঙে দেওয়ার পর জেলায় কে নেতৃত্ব দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।