সম্পাদকের অপদার্থতা! এক মাসের মধ্যেই দ্বিতীয়বার অনাস্থা হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনে, বুধবার নতুন কমিটি গঠনের ডাক সংগঠনের সভাপতির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ মার্চ: সম্পাদকের অপদার্থতায় এক মাসের মধ্যে দ্বিতীয়বার অনাস্থার ডাক হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনে। সম্পাদক ধীরাজ অধিকারীর বিরুদ্ধে চরম ব্যর্থতা ও উদাসীনতার অভিযোগ তুলে সরব সংগঠনের সদস্যরা। নতুন কমিটি গড়তে পুরাতন কমিটি ভেঙে দিলেন রপ্তানীকারকরা। সোমবার হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যরা হিলিতে তাদের সংগঠনের নিজস্ব ভবনে একটি জরুরি বৈঠকে বসেন। সেখানে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সভাপতি আলাউদ্দিন মন্ডল পুরাতন কমিটি ভেঙে দেন। আগামী ৩০ মার্চ বুধবার সাধারণ সভার মাধ্যমেই নতুন কমিটি গঠন করার ইঙ্গিত দিয়েছেন সংগঠনের সভাপতি।

প্রসঙ্গত, হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পূর্বতন কমিটির সম্পাদক ধীরাজ অধিকারীর বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগড়ে ৭ মার্চ অনাস্থা এনে ২১ জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন ১১ জন সদস্য। যে ব্যাপারটি লিখিত আকারে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকেও জানিয়েছিলেন বিক্ষুব্ধ সদস্যরা। যারাই ওইদিন বৈঠকে বসে সভাপতির উপস্থিতিতে কমিটি ভেঙে দিয়েছিল। যদিও পরবর্তীতে সংগঠনের সভাপতি আলাউদ্দিন মন্ডলের হস্তক্ষেপে ১১ মার্চ তারিখে ভেস্তে দেওয়া হয় সেই অনাস্থা প্রক্রিয়া। স্বাভাবিক রাখা হয় পুরনো কমিটিকে এবং সম্পাদকের পদে বহাল থাকেন ধীরাজ অধিকারী। কিন্তু এই ঘটনার ১৭ দিন অতিক্রান্ত হতেই ফের সম্পাদকের বিরুদ্ধে সরব হন রপ্তানীকারকরা। ২১ জন কার্যকরী কমিটির সদস্যের মধ্যে ১২ জন অনাস্থা আনেন সম্পাদকের বিরুদ্ধে। এদিন দুপুরে হিলিতে সংগঠনের কার্যালয়ে ১২ জন সদস্য আলাদাভাবে তাদের ক্ষোভের কথা সভাপতিকে লিখিতভাবে জানিয়েছেন। যার পরেই একটি সাংবাদিক বৈঠক করে হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পুরোনো কমিটি ভেঙে দিয়েছেন সভাপতি আলাউদ্দিন মন্ডল।

যদিও রপ্তানীকারক তথা পদত্যাগকারীদের দাবি, ব্যবসায়ীদের নানা প্রকার হুমকি দিয়েই এর আগে সম্পাদক তার অনাস্থা আটকেছিলেন।

কাজল সরকার নামে এক ব্যবসায়ী বলেন, তারা যেকোনো প্রকারে ওই পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গড়বার দাবি জানিয়েছেন। সম্পাদকের বিরুদ্ধে সদস্যদের ক্ষোভ থেকেই এই ঘটনা। ১২ জন ইস্তফা দিয়েছেন। এর আগে তাদের মধ্যে বেশকয়েকজনকে ভয় দেখিয়ে এই অনাস্থা আটকেছিলেন সম্পাদক।

হিলি এক্সপোর্টার্স অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আলাউদ্দিন মন্ডল বলেন, ২১ জনের কার্যকরী কমিটি থেকে সংখ্যাগরিষ্ঠ ১২ জন সদস্য পদত্যাগ করায় এদিন পুরোনো কমিটি ভেঙে দিয়েছেন। সাধারণ সভার ডাক দেওয়া হয়েছে ৩০ মার্চ বুধবার। যেখানে আলোচনার মাধ্যমেই গঠিত হবে নতুন কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *