সাথী দাস, পুরুলিয়া, ২ ডিসেম্বর: আপাতত ক্লিন চিট পেলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। কয়লা পাচার মামলায় বৃহস্পতিবার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন পুরুলিয়ার জেলার বরিষ্ঠ তৃণমূল নেতা সুজয় বন্দোপাধ্যায়। দিল্লিতে ইডির সদর দফতর থেকে হাসি মুখে ভিকট্রি সাইন দেখিয়ে বেরোতে দেখা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর কথা ও তথ্যে ইডির তদন্তকারীরা সন্তোষ প্রকাশ করেন। কয়লা পাচার মামলায় তাঁকে তলব করেছিল ইডি।
কয়লা পাচার মামলায় অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ডায়েরিতে বেশ কয়েকজনের নাম পায় ইডি। অভিযোগ, সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হত প্রোটেকশন মানি। সেই সূত্রেই, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা জানতে চেয়েছিল ইডি।
আজ অবশ্য সুজয়বাবু ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষার চিকিৎসার কারণে দিল্লিতে থেকে যান। ইডির আধিকারিকদের ব্যবহারে আপ্লুত বর্ষীয়ান এই তৃণমূল নেতা। সরকারি অনুষ্ঠান থাকায় ১৪ নভেম্বর ইডির ডাকে দিল্লি যাননি তিনি। তাই ফের ১ ডিসেম্বর ইডির তদন্তে সহযোগিতা করতে দিল্লি যান সুজয় ব্যানার্জি।