“ঘরে ঢুকে মারবে ভারত, ভয়ে পা কাঁপছিল পাক সেনা প্রধানের, তারপরই অভিনন্দনকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান”

আমাদের ভারত,২৯ অক্টোবর: পাছে ভারত ঘরে ঢুকে আক্রমণ করে সেই ভয়েই ছেড়ে দেওয়া হয়েছিল অভিনন্দন বর্তমানকে। মনে করা হয়েছিল শান্তির বার্তা দিতেই ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু বেশ কিছুদিন পরে হলেও, শেষ পর্যন্ত আসল কথা সামনে এসে গেল। শান্তির বার্তা নয়, পাছে ভারত ঘরের ভেতর ঢুকে আক্রমণ চালায় সেই ভয়েই অশান্তি এড়াতে অভিনন্দনকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান।

খোদ পাকিস্তানের এক সাংসদ পাক সংসদে দাঁড়িয়ে এই ঘটনা স্বীকার করলেন। বুধবার এক পাক সাংসদ সংসদে দাঁড়িয়ে স্বীকার করেন ইমরান খান সরকার পাক মাটিতে ধরা পড়া ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে হঠাৎই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেটা তারা করেছিল পাছে ভারত আক্রমণ করে সেই ভয়ে।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের আকাশসীমায় ঢুকে পড়া পাক এয়ারক্রাফট এ-১৬ কে গুলি করে নামিয়েছিলেন অভিনন্দন। কিন্তু পাক এয়ারক্রাফটের পিছু ধাওয়া করতে গিয়ে পাক আকাশ সীমায় ঢুকে পড়েন তিনি। পাক সেনাগুলি করে তাকে নামায় ও বন্দি করে।

পাকিস্তান মুসলিম লিগ এন- এর নেতা আয়াজ সাদিক জানান অভিনন্দন কে নিয়ে বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি একটি গুরুত্বপূর্ণ মিটিং-এ জানিয়েছিলেন পাকিস্তান যদি অভিনন্দনকে না ছাড়ে তাহলে সেদিন রাতেই নটায় পাকিস্তানের ভেতরে ঢুকে এসে আক্রমণ করবে ভারত।

সাদিককছ উদ্ধৃত করে এই দাবি করেছে এক সংবাদ মাধ্যম। সেখানে দেখানো হয়েছে, সাদিক বলছেন সেই মিটিং-এ শাহ মাহমুদ কুরেশি এসেছিলেন। ইমরান খান মিটিংয়ে উপস্থিত থাকতে চান নি। মিটিং যেখানে হচ্ছিল সেই ঘরে চিফ আর্মি জেনারেল জাবেদ বাজওয়া ঘামতে ঘামতে ঢুকেছিলেন তার হাঁটু কাঁপছিল। বিদেশ মন্ত্রী নাকি বলেছিলেন আল্লার দোহাই অভিনন্দনকে ছেড়ে দেওয়া হোক।

তিনি আরো জানিয়েছেন বিরোধীরা সবকিছুতেই সরকারকে সমর্থন করেছে। কিন্তু যুদ্ধ লেগে গেলে তারা আর সরকারকে সমর্থন করতে পারবে না। পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি খুব জটিল হয়ে পড়েছিল সেদিন। এরপর ২০১৯ এর ১ মার্চ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *