অমরজিৎ দে ,ঝাড়গ্রাম , ২২ ডিসেম্বর: ২১ ও ২২ ডিসেম্বর ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে এই প্রথমবার সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন হল। যার পুরস্কার মূল্য ছিল সাড়ে ৬ লক্ষ টাকা। এই খেলার উদ্বোধন করেন গোপীবল্লভপুর ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র ও গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি।
আজ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। সূর্যের আলো ফুটতেই ফুটবল খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন প্রায় কুড়ি হাজার মানুষ। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার এসপি অমিত কুমার ভরত রাঠোর, এছাড়া উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, নয়াগ্রামের বিধায়ক দুলাল মূর্মু। গোপীবল্লভপুর অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা এবং আর ব্রাদার্স এর সদস্যরা। এই খেলায় বিজয়ী দল বুবাই স্পোর্টিং ও বিজিত হয়েছে নরেন স্পোর্টিং।