‘ফুটবল প্রেমী দিবস’ পালন পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১৬ আগস্ট: আজ ‘ফুটবল প্রেমী দিবস’ পালিত হল পুরুলিয়ায়। ১৯৮০ সালের ১৬ আগস্ট কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ফুটবল প্রেমীদের স্মরণে, পুরুলিয়া টাউন ক্লাবের উদ্যোগে এমএসএ ইণ্ডোর স্টেডিয়ামের কাছে স্পোর্টস পার্সনস কমপ্লেক্সে দিনটি পালিত হল। একই সঙ্গে এই দিনটি উপলক্ষে একটি রক্তদান শিবিরও আয়োজিত হল। স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ফুটবল প্রেমী।

প্রসঙ্গত, ১৯৮০ সালের এই দিনে কলকাতার ইডেন গার্ডেন ময়দানে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের ফুটবল খেলা চলাকালীন উত্তেজনার মূহূর্তে গ্যালারি ভেঙ্গে পড়ে দর্শকাশনে থাকা বহু ফুটবল প্রেমী মারাত্মকভাবে আহত হন। আহতদের মধ্যে ১৬ জন ফুটবল প্রেমী মারা যান। সেই প্রয়াত ফুটবল প্রেমীদের স্মরণে ১৬ আগস্ট দিনটি ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিনটির স্মরণে এবং ফুটবল খেলার প্রতি আরও বেশি আগ্রহ গড়ে তুলতে বেশ কয়েক বছর ধরে পুরুলিয়ায় ‘ফুটবল প্রেমী দিবস’ পালিত হয়ে আসছে।

দিনটি উপলক্ষে এবারও ষোল জন নিহত ফুটবল প্রেমীর স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করা হয়। ষোলজন ফুটবল প্রেমীদের নাম উল্লেখ করে একটি ছোট্ট মঞ্চের মধ্যে ফুটবল রেখে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানান উদ্যোগী ক্লাবের কর্তাব্যক্তি, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, আয়োজক ক্লাবের সদস্য ও উপস্থিত ফুটবল প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *