পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: রাজ্য সরকারই কর্মচারী ফেডারেশন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ শাখার উদ্যোগে এবং জেলা পরিষদ কর্তৃপক্ষের সহায়তায় বৃহস্পতিবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে সভাধিপতি একাদশ বনাম অতিরিক্ত নির্বাহী আধিকারিক একাদশের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, এদিন এই প্রতিযোগিতায় ৪/২ গোলে জয়ী হয় সভাধিপতি একাদশ। এদিন জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সভাধিপতি প্রতিভা মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবীরা। তবে এই প্রতিযোগিতাকে ঘিরে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।