সাথী দাস, পুরুলিয়া, ৮ জুলাই: ডিভিসির ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আন্তঃ সিএসআর স্কুলের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন কলোনির খেলার মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিল ছেলে ও মেয়েরা। নক আউট পর্যায়ের এই ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের আটটি এবং মেয়েদের দুটি স্কুল দল অংশ নেয়। ‘সি এস আর চ্যালেঞ্জ ট্রফি’র ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয় নাড়াগড়িয়া স্কুল দল। ফাইনালে ৩-০ গোলে নীলডি হাই স্কুল দলকে হেলায় হারিয়ে দেয়।
অন্যদিকে, মেয়েদের বিভাগে জয়ী হয় রিংকু একাদশ। ৩-১ গোলে তারা জয়া একাদশকে পরাজিত করে। খেলার শেষে বিজয়ীদের হাতে ‘সি এস আর চ্যালেঞ্জ ট্রফি’ তুলে দেওয়া হয়।
ডিভিসির রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেস্পনসিবিলিটি) প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার অংশুমান মণ্ডল জানান, “মাঠে উৎসাহের সঙ্গে খেলতে দেখা গিয়েছে ছেলে মেয়েদের। পড়াশোনার পাশাপাশি খেলার চর্চার বিষয়টিও গুরুত্ব দিয়ে উদ্যোগ নেয় ডিভিসি। সমাজ কল্যাণে আমরাও ব্রতী।”