পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: ফুটবল কোচিং শুরু হল পুলিশ লাইনের মাঠে, উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বাঙালির সেরা খেলা ফুটবল, lets go football, এই কথাকেই বাস্তবায়ন করতে আজ থেকে শুরু হচ্ছে চলো মাঠে যাই।
মেদিনীপুর পুলিশ লাইনের মাঠে নববর্ষের দিন মেদিনীপুর ইউথ ফুটবল কোচিং সেন্টারের উদ্বোধন হলো। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও উদ্যোগে ছোট বয়স থেকে বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকদের মাধ্যমে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। এইদিন কোচিং সেন্টারের সূচনা করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার৷ আজকের প্রজন্ম মাঠ ভুলতে বসেছে, ভুলতে বসেছে সবুজের আহ্বান। আজকের দিনে দুই থেকে আশি সব বয়সের মানুষ আসক্ত হয়ে পড়েছে মোবাইলে। ফলে মাঠ শূন্য। সেই মাঠকে পরিপূর্ণ করতে আবার ধুলোর ঝড় ওড়াতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ Lets go football.

বয়সভিত্তিক ভাবে পশ্চিম মেদিনীপুর জেলায় মহকুমা স্তর থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জেলা পুলিশের এই উদ্যোগের মাধ্যমে। মেদিনীপুর শহরের বিশিষ্ট ক্রীড়াবিদরা কোচিং সেন্টারে কোচিং দেবেন। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও পুলিশ আধিকারিকরা।
কোচিং সেন্টারের সূচনা করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, জেলা পুলিশের উদ্যোগে এই কোচিং সেন্টারের মাধ্যমে জেলার ফুটবল প্রতিভাসম্পন্ন বাচ্চাদের প্রতিভাকে বিকশিত করার চেষ্টা হবে। আদিবাসী জনজাতি ও জঙ্গল অধ্যুষিত এলাকাগুলিতে ফুটবলের প্রতি আবেগকেও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ ফুটবল প্রতিভা পরিলক্ষিত হলে কলকাতা প্রথম সারির ফুটবল ক্লাবগুলিতে খেলার সুযোগের ব্যবস্থাও করা হবে। তিনি আশাপ্রকাশ করেন, পরবর্তীতে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই ফুটবলাররা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখবেন।

