Awareness Camp, Mallarpur, খাদ্য সুরক্ষা ও ক্রেতা সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির মল্লারপুরে

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৮ আগস্ট: খাদ্য সুরক্ষা এবং ক্রেতা সুরক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা আনতে শিবিরের আয়োজন করেছিল রামপুরহাট স্বাস্থ্য জেলা এবং মল্লারপুরের স্বেচ্ছাসেবী সংস্থা নইসুভা। বৃহস্পতিবার বীরভূমের মল্লারপুর লপসা হেমব্রম ও টুরকু হাঁসদা কলেজের সভাকক্ষে এই শিবিরের আয়োজন করা হয়। জিনিসপত্র কিনে ঠকলে কি করতে হবে, কোন কোন খাবার খাওয়া উচিত নয়, সেই বিষয়ে আলোচনা করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জেলা ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক বিভুভূষণ সাহা, জেলা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক প্রসেনজিৎ বটব্যাল, রামপুরহাট খাদ্য সুরক্ষা আধিকারিক শুভদীপ মণ্ডল, নইশুভার সম্পাদক সাধন সিংহ সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র- ছাত্রীরা।

প্রসেনজিৎবাবু বলেন, ছাত্রছাত্রীরা যৌবনের দূত। তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারলে আমাদের উদ্দেশ্য সফল। তাই কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে এই শিবির করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *