দুয়ারে রেশন প্রকল্পের ক্যাম্প সরেজমিনে খতিয়ে দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ এবং ২ নম্বর ব্লকে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পের ক্যাম্প সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি। সেই ক্যাম্পে ঠিকঠাক মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা বা রেশন সামগ্রী নিয়ে মানুষের কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেন কণিকা মান্ডি।

এছাড়াও তিনি হানা দেন ডিস্ট্রিবিউটারদের গোডাউনে। সেখানে খাদ্য সামগ্রী সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তা দেখেন। এরপর গমকলগুলো পরিদর্শন করে দেখেন সেখানে আটার সরকারি নিয়ম অনুযায়ী সঠিক ভাবে প্রক্রিয়াকরণ হচ্ছে কিনা। তিনি জানিয়েছেন, যে কয়েকটি জায়গা থেকে নালিশ এসেছিল রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের বিরুদ্ধে, আজ সরজমিনে সব খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের সতর্ক করে বলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে রেশনিং ব্যবস্থা নিয়ে কোনোরকম গরমিল পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কণিকা মান্ডি ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দফতরের অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, সাধারন মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *