আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ ডিসেম্বর: রাজ্য সরকারের যাবতীয় উন্নয়ন মূলক প্রকল্পের কথা একসাথে তুলে ধরার লক্ষ্যে নৈহাটিতে শুরু হল বাংলা “মোদের গর্ব” নামক মেলার। সেই সঙ্গে করোনার কারণে যে গ্রামীণ অর্থনীতি থকমে গেছিল, হস্ত শিল্পের সাথে যুক্ত মানুষদের অর্থনীতিক অবস্থা খারাপ হয়ে গেছিল, সেই পরিস্থিতিকে চাঙ্গা করবার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যগে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন, জেলা পরিষদ ও নৈহাটি পুরসভার সহযোগিতায় শুক্রবার দুপুরে নৈহাটি রেলওয়ে ময়দানে শুরু হল এই ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠানের। এদিন অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ।
মেলায় প্রদর্শনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। এই অনুষ্ঠানে একসাথে মেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্ত শিল্প কর্মের প্রদর্শনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর আনা বিভিন্ন প্রকল্পকে একসাথে মানুষের কাছে তুলে ধরার ও রাজ্যের হস্ত শিল্পীদের অর্থনৈতিক অবস্থা ভালো করাই এই মেলার উদ্যেশ্য বলে মত প্রকাশ করেন খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। এদিন তিনি
সাংবাদিকদের বলেন, “মুখ্যমন্ত্রী মূলত চেয়েছেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যে তার চালু করা সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে মানুষ যাতে জানতে পারেন। আর সাধারণ মানুষ আরও বেশি করে ওই প্রকল্পগুলির সুযোগ নিতে পারেন। সেই সঙ্গে এই মেলার মাধ্যমে হস্ত শিল্পীরা তাদের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। তাতে তাদের বিক্রি বাড়বে।
এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের দুগ্ধ শিল্প সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। যেখানে প্রদর্শিত হচ্ছে যে, রাজ্য দুগ্ধ শিল্পে সয়ং সম্পূর্ণ হচ্ছে আর সেটা সম্পর্কে মানুষকে অবগত করা হচ্ছে ।”
এদিনের এই অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী রথীন ঘোষ ছাড়াও হাজির ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জেলা পরিষদের সভাধিপতি বিনা মন্ডল, জেলা শাসক সুমিত গুপ্তা প্রমুখ।