কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের নিয়ে পথে নামলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ ডিসেম্বর:
কেন্দ্রীয় সরকারের কৃষি আইন অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলে পথে নামলেন উত্তর ২৪ পরগনার হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ তাঁর নেতৃত্বে হাবড়া কুমড়ো বাজার থেকে গৌরবঙ্গ রোড ধরে রুদ্রপুর বাজার পর্যন্ত এক প্রতিবাদ মিছিল হল। কয়েকশো কৃষক ও তৃণমূল কর্মী এই প্রতিবাদ মিছিলে যোগ দেন। তৃণমূল কর্মীদের পাশাপাশি অসংখ্য মহিলা এবং গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের বলেন, এতদিন আলু, পেঁয়াজ, ডাল, তেল এবং শস্য জাতীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণ করত রাজ্য সরকার। বর্তমান কেন্দ্রীয় কৃষি আইন অনুসারে অপরিহার্য্য নিত্য প্রয়োজনীয় সেই জিনিসের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব আর থাকছে না রাজ্যের হাতে। তাই দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হিচ্ছে। যার ফলে অসংখ্য গরিব মানুষ বেশি মুল্য দিয়ে জিনিস পত্র কিনতে পারছেন না। লাগাম ছাড়া দাম বাড়ছে কৃষকদের ফসলের। তাই সঠিক মূল্য না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেক গরিব কৃষক।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মোদী সরকার এখনো পর্যন্ত যতদিন ক্ষমতায় আছেন ততদিনে মোট ৩৬ হাজার কৃষক মারা গিয়েছে। খাদ্যমন্ত্রী আরও জানান, আগামী নয় তারিখ বনগাঁয় গোপালনরের মাঠ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন তা সমগ্র গ্রামে গ্রামে ছড়িয়ে দেব আমরা। এদিনের মিছিল শেষে অস্থায়ী মঞ্চ থেকে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্য খাদ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *