আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১ সেপ্টেম্বর:
গত দুদিন আগে অর্থাৎ ৩০ আগস্ট রবিবার হাবরা১ নম্বর ব্লকের প্রায় নটি জলমগ্ন গ্রাম সরেজমিনে ঘুরে দেখেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। মন্ত্রী নিজে গ্রামগুলিতে ঘুরে ঘুরে প্রায় ৫৬ টি অসহায় পরিবারকে শনাক্ত করেছিলেন। মঙ্গলবার দুপুরে হাবরা ১ নং বিডিও অফিসে সেই অসহায় ৫৬টি পরিবারের হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের আপৎকালীন ত্রাণ সামগ্রী। যার ভিতরে ছিল রান্না করার সরঞ্জাম থেকে শুরু করে, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। মন্ত্রীর হাত থেকে রান্নার সরঞ্জাম ও খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলোর সদস্যরা।

এদিন মন্ত্রী অসহায় মানুষদের আশ্বস্ত করেছেন আগামী দিনে হাবড়ায় জলের সমস্যার একটি স্থায়ী সমাধান করা হবে। সেইমতো এদিন হাবরা ১ বিডিও অফিসের একটি কনফারেন্স রুমে উত্তর ২৪ পরগনা জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেচ দপ্তর, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সেচ দপ্তর, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেচ দপ্তর, বিডিও স্বরূপনগর, বিডিও বাদুড়িয়া, বিডিও হাবড়া ১ শুভ্র নন্দী এবং হাবরা১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা এবং হাবরা পৌরসভার প্রশাসক নিলিমেশ দাসকে নিয়ে জলের সমস্যা স্থায়ী সমাধানের জন্য প্রজেক্টরের মাধ্যমে জলমগ্ন এলাকার ম্যাপ তুলে ধরে একটি মিটিং করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

