আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৫ আগস্ট: গতকালই মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মঙ্গলবার রাতেই বারাসাতে জেলা শাসকের দপ্তরে বিশেষ প্রশাসনিক বৈঠক হল। জরুরি ভিত্তিতে ডাকা এই প্রশাসনিক বৈঠকে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা শাসক চৈতালী চক্রবর্তী, জেলা স্বাস্থ্য বিভাগের কর্তারা উপস্থিত ছিলেন। মূলত উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রনে চলে আসে, আক্রান্তরা যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, তা নিয়ে এই প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়।
উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভা এলাকাগুলিতে শীঘ্রই জনগণের চিকিৎসার জন্য সেফ হোম পরিষেবা চালু করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু পুরসভা এলাকায় সেফ হোমের পরিষেবা চালু হয়েছে। সব পুরসভা এলাকায় যাতে দ্রুত সেফ হোম পরিষেবা চালু করা যায়, তা নিয়ে এদিন বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে স্থির হয়েছে, খুব শীঘ্রই উত্তর ২৪ পরগনার বরানগর, কামারহাটি, টিটাগড়, ব্যারাকপুর, গারুলিয়া ও কাঁচরাপাড়া এলাকায় সেফ হোম চালু করা হচ্ছে। প্রতিটি সেফ হোমে ৩০ থেকে ৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে রাজ্য সরকার। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “বিভিন্ন পুরসভা এলাকায় সেফ হোম তৈরী আছে, স্বাস্থ্য দপ্তরের অনুমতি পেলেই তা চালু করা হবে।”

