সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৪ এপ্রিল: খাদ্য সামগ্রীর সঙ্গে জ্যান্ত মাছ দুঃস্থ অসহায় পরিবারের হাতে তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা নিবেদিতা পল্লীর স্বেচ্ছাসেবী সংগঠন ভারত বিকাশ সিপি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রচুর মানুষকে জ্যান্ত মাছ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হল।
এদিন ট্রাস্টের নিজস্ব অফিস থেকে প্রায় একশো মানুষকে চাল, ডাল, তেল, সবজি, ১২ টি ডিম ও ৭০০ গ্রাম ওজনের একটি জ্যান্ত মাছ দেওয়া হয়। লকডাউনের পর থেকেই দুঃস্থ মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ট্রাস্টের সদস্যরা। বিভিন্ন সময় মানুষকে রান্না করে খাওয়ানো থেকে পশুকে খাওয়ানো, প্রতিনিয়ত বিভিন্ন রকম কার্যক্রম করে চলেছেন ট্রাস্টের সদস্যরা। এদিন জয়ন্ত রুই মাছ দেওয়া হল সমস্ত মানুষকে।
উদ্যোক্তা ট্রাস্টের সভাপতি চন্দন বাগচী জানায়, করোনা মহামারির জন্য অনেক মানুষ একমাস ধরে বাড়ি থেকে বেরতে পারছেন না। বাজার করতে পারছেন না। খেতে পাচ্ছেন না। তাদের কথা চিন্তা করেই আমি সকলকে চাল, ডালের সাথে একটি মাছ উপহার দিলাম। মাছ উপহার দেওয়ার মূল কারণ বাঙালির মাছ ভাত বিখ্যাত সারাবিশ্বে।

