নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ জুন: ফের মানবিক মুখ কলকাতা পুলিশের গড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের। এদিন এই ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের তরফে দু:স্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। প্রায় ২০০ মানুষের মধ্যে তারা খাবার বিতরণ করেন। চাল, ডাল সহ নিত্য প্রোয়জনীয় জিনিষ পত্র মানুষের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গড়িয়া ট্রাফিক গার্ডের তরফে লকডাউনের প্রথম দিকেও খাবার বিতরণ করা হয়। পথ শিশু সহ রাস্তার সারমেয়দের খাবার বিতরণ করেন ট্রাফিক গার্ডের ওসি। ফের মঙ্গলবার গড়িয়া ট্রাফিক গার্ডের তরফে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের মধ্যে বিতরণ করা হল খাদ্য সামগ্রী। সামাজিক দূরত্ব বজায় রেখেই খাবার বিতরণ করেন পুলিশ কর্মীরা। আর পুলিশ কর্মীদের এমন মানবিক মুখ দেখে খুশি এলাকার সাধারণ মানুষ।