গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ জানুয়ারি: এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিনব উদ্যোগে স্কুলে পালিত হলো খাদ্য উৎসব। তারকেশ্বরের পদ্মপুকুর এলাকার পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ে হয় এই উৎসব।

স্কুল সূত্রে জানাগেছে, গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত স্কুলে ছাত্রছাত্রী সপ্তাহ অনুষ্ঠান পালিত হয়েছিল। অনুষ্ঠানে বিভিন্ন দিনে স্কুলের ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়া, কুইজ প্রতিযোগিতা, ডেঙ্গু সচেতনতা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এমনকি কাছাকাছি দর্শনীয় স্থানে ছাত্র-ছাত্রীদের ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল স্কুলের তরফে। আজ ৮ জানুয়ারি অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিনে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে স্কুলে অনুষ্ঠিত হলো খাদ্য উৎসব।
এদিন স্কুলের ছাত্র ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন খাবারের দোকান বসলো স্কুলে। এবং শুধু তাই নয়, একেবারে খাবারের পসরা সাজিয়ে দাম নির্ধারণ করে ছাত্রছাত্রীদের তা বিক্রি করতেও দেখা গেল। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং এলাকার মানুষ আনন্দের সাথে তা ক্রয় করে।

