পরম্পরা মেনে ঝাড়গ্রাম পুরসভা থাকলো তৃণমূলের দখলে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ মার্চ: পরম্পরা এবং ঐতিহ্য রক্ষা করল ঝাড়গ্ৰাম পুরসভা। ১৯৮৩ সাল থেকে চলে আসা ঝাড়গ্ৰাম পুরসভা নির্বাচনের পরম্পরা অনুযায়ী বিরোধী শূন্য না হয়ে পুরসভায় জয়ী হলেন রাজ্যের শাসক দলের দুই বিরোধী প্রার্থী।

১৮ আসন বিশিষ্ট ঝাড়গ্ৰাম পুরসভায় ১৬ টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল শাসক শিবির। পাশাপাশি একজন সিপিআই প্রার্থী এবং একজন নির্দল প্রার্থী এবারের পুরসভায় জয়লাভ করলেন। ১ নম্বর ওয়ার্ড থেকে সিপিআই প্রার্থী ছবি দাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শেফালী কিস্কুকে ৩০০ এরও বেশি ভোটে পিছিয়ে রেখে জয়লাভ করেছেন। ওই ওয়ার্ডের জয়ী সিপিআই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৩৪ পাশাপাশি তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ৫৮৯। এর পাশাপাশি এককালের তৃণমূলের মুখ নবু গোয়ালা নির্দল প্রার্থী হিসাবে লড়াই করে ১৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের আইনজীবী প্রার্থী কৌশিক সিনহাকে পরাজিত করেছেন। বাকি ১৬ টির আসনে সবকটিতে শাসক দল তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

তবে তৃণমূলের এই ভরা বাজারেও ঝাড়গ্ৰাম পুরসভা যে তার জন্ম ঐতিহ্য বজায় রাখল সেটাই আজ রাজনৈতিক মহলে একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ভোটের প্রার্থী ঘোষণার পর থেকে শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা দাবি করেছিলেন এবারের ঝাড়গ্ৰাম পুরসভার ১৮ টি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবেন। কিন্তু ঝাড়গ্ৰাম পুরসভার জন্মলগ্ন ১৯৮৩ সাল থেকে দেখা গেছে প্রতিটি পুর নির্বাচনে শাসক দল বেশিরভাগ আসন জয়লাভ করলেও এক দুজন হলেও বিরোধী প্রার্থীরা জয়লাভ করেন।আর সেই পরম্পরা রক্ষা করে এবারও ঝাড়গ্ৰাম পুরসভায় এক সিপিআই প্রার্থী এবং এক নির্দল প্রার্থী জয়লাভ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *