বিরোধী দলনেতার বক্তব্যের প্রেক্ষিতে তিন ফুটবল দলের প্রাক্তনরা ও ক্লাবগুলির সদস্যরা এবার দল গুলির পাশে দাঁড়ালেন

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ নভেম্বর: আসন্ন নৈহাটি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর সমর্থনে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাবের কর্মকর্তারা ফেসবুকে একটি টুইট করেছিলেন। সেই ঘটনার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হতে শুরু করেছে। সেই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন তিন দলকে বহিষ্কারের জন্য দিল্লিতে কেন্দ্রীয় সরকারকে তিনি জানাবেন। আজ তার প্রতিবাদে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সমর্থকরা নিজস্ব দলের জার্সি পরে নৈহাটি পৌরসভার সামনে শুভেন্দু অধিকারীর কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখায়।

তিন দলের সমর্থকদের দাবি, বাংলার ফুটবলকে অপমান করছে বাংলা বিরোধী নেতারা। বাংলার ফুটবলের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা করেছে তা আগে কোনদিন কেউ করেনি। সেই সঙ্গে এদিন তিন দলের প্রাক্তন সহ ক্লাবগুলির সদস্যরা সাংসদ পার্থ ভৌমিক ও তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে এই গোটা ঘটনায় বিরোধী দলনেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

এদিন প্রক্তনীরা দাবি করেন, যে রাজ্যের তিনটি প্রধান দল সরাসরি সনৎ দে’কে ভোট দেওয়ার আবেদন করেননি। তারা বলতে চেয়েছেন যে সনৎ ভালো ক্রীড়া সংগঠক। নৈহাটি স্টেডিয়ামে খেলতে আসলে সনৎ খুব সাহায্য করে সব দলকে। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অপর দিকে পার্থ ভৌমিক ও শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে বলেন তিন দলের সংগঠকদের
বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *