Social media, Goa, অষ্ট্রেলিয়াকে অনুসরণ! অনূর্ধ্ব ১৬-র সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পথে গোয়া, ভাবনা চিন্তা শুরু অন্ধ্রপ্রদেশেও

আমাদের ভারত, ২৭ জানুয়ারি: বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এবার সেই পথেই হাঁটতে চলেছে গোয়া। সমুদ্রে ঘেরা এই রাজ্যে প্রশাসনের বক্তব্য, লাগামছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার ক্রমশ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশেষত নাবালকদের জন্য। সেই কারণেই এবার রাজ্যের অনূর্ধ্ব ১৬ কিশোর- কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেটার একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুগল, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলের মতো টেকনোলজি জায়েন্টদের অন্যতম বড় বাজার ভারতবর্ষ। এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম বিধি নিষেধ নেই। এই অবস্থায় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৬-র সমাজ মাধ্যম নিষেধাজ্ঞ আইনটি খতিয়ে দেখছে গোয়া প্রশাসন।

এ বিষয়ে গোয়ার তথ্যপ্রযুক্তি মন্ত্রী রোহান খাওন্তে বলেন, সম্ভব হলে আমরাও এই ধরনের বিধি-নিষেধ আরোপ করব। অনূর্ধ্ব ১৬ কিশোর- কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে এই ধরনের নিষেধাজ্ঞার কথা ভাবছে অন্ধ্রপ্রদেশও। এর জন্য ইতিমধ্যেই একটি কমিটি গড়ে রিপোর্ট নেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। সেই রিপোর্ট হাতে এলেই নিষেধাজ্ঞা জারি করবে দক্ষিণের রাজ্যটিও।

গত ১০ ডিসেম্বর ২০২৫ থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর হয়েছে নতুন আইন। বিশ্বের প্রথম দেশ হিসেবে অনূর্ধ্ব ১৬ কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষিদ্ধ করেছে দেশটি। গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাস হয়েছে এই ঐতিহাসিক বিল। কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে ভারতীয় মুদ্রায়, যা ৩০০ কোটি টাকারও বেশি। তবে জরিমানা কেবল সংস্থাগুলির জন্যই, নাবালক কিংবা তার অভিভাবকের জরিমানার মুখে পড়তে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *