জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল মেদিনীপুরের অন্যতম লোকগানের দল সুজনবন্ধুর নতুন উপস্থাপনা “অনুভবে স্বাধীনতা”। বাংলা ব্যান্ড সুজনবন্ধুর শিল্পীরা একটি ভিন্ন মাত্রা ও ভাবনায় লোকগানকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করে।

বর্তমান সময়ে সঙ্গীতের জগতে বিভিন্ন বৈদ্যুতিন বাদ্যযন্ত্রের রমরমা হলেও সুজনবন্ধু চিরাচরিত লোকবাদ্যের মাধ্যমেই লোকগানকে মনোগ্রাহী করে তুলে শ্রোতাদের সামনে হাজির করার চেষ্টা করে। এইরকমই একটি নতুন অনুভবি প্রয়াস অনুভবের স্বাধীনতা। দলের আটজন সদস্য হলেন দীপঙ্কর শীট, বুলন দে, তপেন্দু দাস, অরুণাংশু রায়, প্রসেনজিৎ সাহু, সোমেশ হোড়, ফোটন অধিকারী, দিব্যেন্দু বর।

