Sanchar Saathi, সাইবার সুরক্ষায় নজর! বিক্রির আগেই সরকারি অ্যাপ ইন্সটল করে দেওয়ার নির্দেশ, মোবাইল তৈরি সংস্থা গুলিকে কেন্দ্রের

আমাদের ভারত, ১ ডিসেম্বর: সাইবার নিরাপত্তায় জোর দিতে বড় পদক্ষেপ করছে কেন্দ্রের মোদী সরকার। সাইবার সুরক্ষা সংক্রান্ত সরকারি অ্যাপ সঞ্চার সাথীর ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে সরকার। তাই এবার থেকে নতুন মোবাইলগুলিতে আগে থেকেই ইন্সটল করা থাকতে হবে সঞ্চার সাথী অ্যাপ।

কেন্দ্র বলেছে, এমন ব্যবস্থা রাখতে হবে যাতে ব্যবহারকারীরা মোবাইল কেনার পরেও ওই অ্যাপটি ডিলিট করতে না পারেন। সংবাদ সংস্থা সূত্রে খবর অ্যাপেল, স্যামসাং, শাওমি, ভিভো সহ একাধিক সংস্থাকে এই কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র।

২৮ নভেম্বরের ওই নির্দেশিকা মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে ৯০ দিন সময়সীমা দেওয়া হয়েছে। নতুন মোবাইলগুলিতে ওই অ্যাপ আগে থেকে ইন্সটল থাকার বিষয়টি তার মধ্যে নিশ্চিত করতে বলা হয়েছে সংস্থাগুলিকে।

যে মোবাইলগুলি ইতিমধ্যে বাজারে এসে গিয়েছে সেগুলোতেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে ওই সরকারি অ্যাপটি প্রবেশ করিয়ে দেওয়ার কথা বলেছে কেন্দ্র। জানা যাচ্ছে, নির্দেশিকাটি সর্বসাধারণের জন্য প্রকাশ্যে আনেনি কেন্দ্র সরকার। তবে আলাদা আলাদা ভাবে প্রথম সারির বিভিন্ন মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়েছে তারা।

চলতি বছরের শুরুতে সাইবার সুরক্ষা সংক্রান্ত এই অ্যাপটি প্রকাশ করেছে কেন্দ্র। টেলি যোগাযোগ মন্ত্রকের এই অ্যাপটি মোবাইল ব্যবহারকারীদের সাইবার সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকারী বলে মনে করছে কেন্দ্র। কেবল তাই নয়, হারানো মোবাইল খুজে বের করার ক্ষেত্রেও অ্যাপটির সাহায্য পাওয়া যায়।

সরকারি হিসেবে চলতি বছরে দেশে ৭ লক্ষেরও বেশি হারানো মোবাইল খুঁজে পেতে সাহায্য করছে সঞ্চার সাথী অ্যাপ। যার মধ্যে শুধু অক্টোবরেই প্রায় পঞ্চাশ হাজার হারানো মোবাইল উদ্ধারে অ্যাপটির সাহায্য পাওয়া গেছে।

তবে অ্যাপেলের মোবাইলে শুধুমাত্র তাদের নিজস্ব অ্যাপই আগে থেকে ইন্সটল করে রাখে। কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ বিক্রির আগে ইন্সটল করা সংস্থার নিজস্ব আভ্যন্তরীণ নীতির পরিপন্থী বলে দাবি সূত্রের খবরে। অতীতেও বিভিন্ন দেশের সরকারের এই ধরনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে তারা, সে ক্ষেত্রে কেন্দ্র সরকারের এই বার্তায় তাদের কী পদক্ষেপ হবে তা নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *