আমাদের ভারত,১১ মার্চ:যানজটে নাজেহাল হওয়া মানুষকে কিছুটা হলেও রেহাই দিয়েছে মেট্রোরেল। কিন্তু সে তো আর সব শহরে নেই। ফলে যখনই যানজটে আটকে অটো কিংবা ট্যাক্সি ড্রাইভার তাড়া দেন তখুনি শুনতে হয়, “কোথা দিয়ে যাব?? আকাশে উড়বো নাকি?” কিন্তু এবার সত্যিই যানজট থেকে মুক্তি দিতে আসছে আকাশে ওড়া গাড়ি। এরা রাস্তাতেও চলবে আবার আকাশেও উড়বে।
এমন গাড়ির আবির্ভাব হতে চলেছে খুব শীঘ্রই। যে গাড়ি চাইলে আকাশে উড়তে পারবে। নেদারল্যান্ডের প্যাল ভি নামক একটি সংস্থার উড়ন্ত গাড়ি এবার আনতে চলেছে ভারতের বাজারে। আপাতত এই সংস্থার কোন নিজস্ব কারখানা ভারতবর্ষে নেই। গুজরাটের একটি গাড়ি তৈরির কারখানাতে এই উড়ন্ত গাড়ি তৈরি হবে।
প্রাথমিকভাবে ১১০টি গাড়ি বানানোর বরাত পেয়েছে সংস্থাটি। এই গাড়ি গুলির কেমন জনপ্রিয়তা পায়,সেটা দেখার পরেই পরবর্তী গাড়ি বানানোর অর্ডার নেওয়া হবে।
এই গাড়িতে থাকবে দুটি ইঞ্জিন। গাড়িগুলো যখন আকাশে উড়বে করবে তখন তার গতিবেগ হবে ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই গাড়িগুলি যেমন রাস্তাতেও চলবে তেমনি আকাশেও উড়বে। রাস্তায় চলার সময় এই গাড়িগুলো গতিবেগ হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। মাত্র তিন মিনিট সময় নিয়ে রাস্তায় চলতে চলতে আকাশে উড়ে যেতে সক্ষম হবে এই গাড়ি গুলি। তবে এই গাড়িগুলো উড়ে যেখানে খুশি চলে যাবে সেটা কখনোই নয়। ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম এই গাড়িগুলো।
নেদারল্যান্ডের এই সংস্থাটি গুজরাট সরকারের সঙ্গে এই উড়ন্ত গাড়ি নির্মাণের একটি চুক্তি স্বাক্ষর করেছে। তবে গাড়ি গুলি ভারতে তৈরি হলেও আপাতত রপ্তানি করা হবে বিদেশে।