আমাদের ভারত,২৫ নভেম্বর: মহারাষ্ট্রের মহা নাটক আরও একটা দিন ঝুলে থাকল। মহারাষ্ট্রে ফড়নবিশ সরকারকে কবে আস্থা ভোট করতে হবে তার রায় আগামীকাল সকাল সাড়ে দশটায় দেবে সুপ্রিম কোর্ট। ফলে বিজেপি আরও একটা দিন সহজেই হাতে পেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে আর সেটা দেখেই তাকে সরকার গঠন করার জন্য আহ্বান করেছিলেন রাজ্যপাল ভগৎ সিং কেশিয়াড়ি। মহারাষ্ট্রে আস্থাভোট মামলার শুনানি চলাকালীন সোমবার এমনটাই জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিন আদালতে মোট তিনটি চিঠি দেখান মেহতা। তার মধ্যে একটি হলো দেবেন্দ্র ফড়নবিশের তরফে রাজ্যপালকে দেওয়া সংখ্যাগরিষ্ঠতা চিঠি। সেই চিঠিতে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয় চিঠিটি রয়েছে অজিত পাওয়ারেরও। চিঠিটি ২২ নভেম্বর লেখা হয়েছিল বলে জানা গেছে। ততে ৫৪ জন এমসিপি বিধায়কের স্বাক্ষর রয়েছে। তৃতীয়টি হলো রাজ্যপাল ফড়নবিশকে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়েছে।
মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরোধিতায় এদিন আদালতে যৌথ পিটিশন দায়ের করেছে শিবসেনা এনসিপি কংগ্রেস। বিরোধীদের আইনজীবী সিব্বল বলেন, কি এমন তাড়া ছিল যে ভোর সোয়া পাঁচটায় রাষ্ট্রপতিশাসন তুলে নেওয়া হল এবং সকাল ৮ টা তেই শপথ গ্রহণ হয়ে গেল। তার মানে ওই এক রাতেই সব কিছু করা হয়েছিল।
অন্যদিকে বিজেপির আইনজীবী মুকুল রহতগি বলেন, বিজেপির সঙ্গে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। এরপরেও রাজ্যপালের নির্দেশকে কি চ্যালেঞ্জ করা যায়? সমস্ত বিষয় খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। তিনি আস্থা ভোটের জন্য রাজ্যপাল যে দিন স্থির করেছেন, সেই দিনই আস্থা ভোট হওয়া উচিত। এ বিষয়ে আদালতে রনাক গলানো উচিত নয়
অন্যদিকে কপিল সিব্বল বলেন ২৪ ঘণ্টার মধ্যে আস্থা ভোট করতে হবে। বিধানসভায় অভিজ্ঞ সদস্যদের উপস্থিতিতে তার ভিডিও রেকর্ড করতে হবে। ভোট হতে হবে সিঙ্গেল বেলেটে। রাতের অন্ধকারের অনেকেই সুবিধা তোলেন। তাই আস্থা ভোট হোক রাতভর বলে দাবি করেছেন তিনি।