পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: ঘাটাল মহকুমায় বন্যার জল ধীর গতিতে নামলেও, এখনও একাধিক অঞ্চল জলমগ্ন অবস্থায় রয়েছে। বন্যা পরিস্থিতির প্রভাবে পানীয় জলের উপর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। অভিযোগ উঠেছে, অনেক ট্যাপে বন্যার জল ঢুকে পড়ায় দূষিত জল খাচ্ছেন সাধারণ মানুষ। ফলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে ব্যাপকভাবে।
এলাকাবাসীর অভিযোগ, এখনো প্রশাসনের তরফ থেকে পানীয় জল বা জরুরি ওষুধের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকেই বলছেন, এই জল খেয়ে ইতিমধ্যেই অনেকের পেটের সমস্যা বা অসুস্থতা দেখা দিয়েছে।
এই অবস্থায় কিছু স্বেচ্ছাসেবক এবং স্থানীয় মানুষ যেমন আশাকর্মী দিদিরা দুর্গম অঞ্চলগুলিতে নৌকো বা ডিঙ্গি ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে ওষুধ পৌঁছে দিচ্ছেন। তবুও তাতে চাহিদার তুলনায় যোগান অপ্রতুল।
একইসঙ্গে উদ্বেগের আরেক চিত্র দেখা গেছে, স্কুল পড়ুয়া শিশুরা কোমর সমান জল পেরিয়ে স্কুলে যাচ্ছে। অভিভাবকরা বলছেন, শিক্ষা বন্ধ হোক তা তাঁরা চান না, কিন্তু শিশুদের এই ঝুঁকি নিয়ে যাতায়াত যথেষ্ট চিন্তার।
ঘাটালবাসীর প্রশ্ন, কবে মুক্তি মিলবে এই পরিস্থিতি থেকে? প্রশাসন এখনো এই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর দিতে পারেনি।