অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ জুলাই: ঝাড়গ্রাম জেলার নদী পার্শ্ববর্তী বন্য কবলিত এলাকা পরিদর্শনে সেচ মন্ত্রী মানস ভুঁইঞা। সকালে ঝাড়গ্রামর সার্কিট হাউস থেকে রওনা দিয়ে প্রথমেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২নং ব্লকের তপসিয়া এলাকায় কয়েকটি জায়গা পরিদর্শন করেন। সেখান থেকে মালিঞ্চা গ্রামে যান। মালিঞা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড় ভাঙ্গন পরিদর্শন করে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। গ্রাম থেকেই সচিবকে ফোন করে এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাথে থাকা অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে দ্রুত পরিকল্পনার নির্দেশ দেন।
গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি জানান, তারা যেন আতঙ্কিত না হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পাঠিয়েছেন পরিস্থিতি দেখে ব্যাবস্থা নেওয়ার জন্য। তাই করা হবে। সেখান থেকে তিনি গোপীবল্লভপুর ১ নং ব্লকের আমরদা এলাকায় জলের তোড়ে রাস্তার বেহাল অবস্থা পর্যবেক্ষণ করেন। সেখান থেকে সাতমা এলাকায় নদী ভাঙ্গন এবং জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মানসবাবু। তাঁর দপ্তরের আধিকারিক সহ জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তিনি এই এলাকা পরিদর্শনে বের হন। এরপর বিকেলে জেলাশাসকের অফিসে সংশ্লিষ্ট
আধিকারিকদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।