কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ আগস্ট: নিম্নচাপের প্রভাবে বৃষ্টির জেরে ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। যদিও পরিস্থিতি এখনই উদ্বেগজনক নয়। কিন্তু মহাকুমার বেশ কিছু জায়গায় জল প্লাবিত হতে শুরু করেছে। এর মধ্যে ঘাটাল পৌরসভার বেশ কিছু এলাকাও আছে। দাসপুরের তেমাথানি ব্রিজ এবং চক সুলতানপুরের কন্যাশ্রী ব্রিজের নীচে রাশি রাশি কচুরিপানার স্তুপ জমে থাকার ফলে এবং জলের তোড় ও কচুরিপানার ধাক্কার হাত থেকে ব্রিজগুলিকে রক্ষার আপ্রাণ চেষ্টা করছে প্রশাসন এবং স্থানীয় মানুষ। ইতিমধ্যে ঘাটালের মনসুকার সাঁকো ভেঙ্গে গেছে। এছাড়াও দাসপুরের বেশ কয়েকটি এলাকায় সাঁকো ভাঙ্গার খবর এসেছে। এর ফলে এলাকাগুলিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঘাটাল পৌরসভার ১,২, ৯, ৮ নম্বর ওয়ার্ডগুলির নিচু এলাকা গুলিতে জল উঠতে শুরু করেছে। ওইসব এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই নৌকায় যাতায়াত শুরু করেছেন। চন্দ্রকোনা ১ ব্লকের মানিককুন্ডু, কাশকুলি, বাঁকা, কুলদহ, সীতারামপুর, নিশ্চিন্তপুর, চাদুর, সীতারামপুর এলাকায় বন্যার জলে প্লাবিত হতে শুরু করেছে। শিলাবতী এবং কংসাবতী নদীতে জল বাড়ার ফলে বন্যা পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রশাসন প্রস্তুত আছে। এখনো পরিস্থিতি উদ্বেগজনক না হলেও আরও একটি নিম্নচাপ ঘনীভূত হলে যদি বেশি বৃষ্টি হয় তাহলে বন্যা পরিস্থিতি চিন্তার কারণ হতে পারে। করোনা পরিস্থিতির সাথে বন্যার ফলে গরিব খেটে-খাওয়া এবং সাধারণ মানুষের আর্থিক অবস্থা এবং জীবন-জীবিকায় ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা।

