Flood, West Midnapur, ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: পুজো রেশ কাটতে না কাটতেই ফের বন্যার ভ্রুকুটি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর সহ বিস্তীর্ণ এলাকায় জুড়ে প্রশাসনের পক্ষ থেকে শুরু হলো মাইকের মাধ্যমে সতর্কতা প্রচার।

প্রসঙ্গত, নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং একই সাথে জলাধার গুলি থেকে হঠাৎ করেই ছাড়া বিপুল পরিমাণ জলের কারণে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়। পাল্লা দিয়ে প্রতি ঘন্টায় বাড়ছে ঝুমি, রূপনারায়ণ, শিলাবতি দারকেশ্বর সহ বিভিন্ন নদী গুলির জলস্তর।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই বন্যা মুক্ত হয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। চলতি বছর সাতবার বন্যা পরিস্থিতির শিকার হতে হয়েছে এলাকার মানুষজনকে। সেই পরিস্থিতি থেকে মাথা তুলে দাঁড়াতে না দাঁড়াতেই ফের বন্যার ভ্রুকূটি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে টানা কয়েকদিন বৃষ্টিতে ঝুমি নদীর জল বাড়তেই মনসুকা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙ্গে গেল বাঁশের সাঁকো। দুর্ভোগে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *