ফিরে দেখা, ২০২৩— পরিবেশ

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২৫ ডিসেম্বর:
* ভূগর্ভস্থ জলের অবৈধ ভাবে ব্যবহার, গ্রামীণ এলাকায় বেলাগাম ও অবৈধ ভাবে শিল্প স্থাপন, গ্রামীণ এলাকার পরিবেশ, বাতাস, জল ও মাটি দূষণ সহ একগুচ্ছ বিষয় নিয়ে পরিবেশ বান্ধব পঞ্চায়েত নিয়ে গত ২রা জুলাই ইস্তেহার প্রকাশ করে সবুজ মঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।

* সেন্টার ফর সায়েন্স অ্যাণ্ড এনভায়রনমেন্ট-এর ২০২৩-এর সমীক্ষায় পরিবেশ-রক্ষার নিরিখে ভারতে রাজ্যভিত্তিক তালিকায় প্রথম স্থান পেয়েছে তেলেঙ্গানা। এর পরের তিন রাজ্য যথাক্রমে মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাট।

* ১৯৭৩ সালে প্রথমবার উদযাপন হয় ‘বিশ্ব পরিবেশ দিবস।’ সেই হিসাবে ২০২৩-এ বিশ্ব পরিবেশ দিবসের ৫০ বছর পূর্ণ হল।

* ২০২৩-এ বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল প্লাস্টিক-দূষণ মোকাবিলার পথ সন্ধান করা (Beat PlasticPollution)।

* ৪-৫ জুন নয়াদিল্লির প্রগতি ময়দানে আয়োজিত হয় ‘বিশ্ব পরিবেশ সম্মেলন।’

* এবারের ‘বিশ্ব পরিবেশ সম্মেলন’-এর থিম ছিল ‘প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও’।

* “ভারতের লক্ষ লক্ষ কৃষক প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজ করছেন। মানুষের স্বাস্থ্য এবং মাটির স্বাস্থ্য ও পৃথিবীকে রক্ষা করার জন্য এটি একটি বৃহৎ অভিযান। আমরা ভারতে ন্যাশনাল গ্রিড হাইড্রোজেন মিশনের সূচনা করেছি। এর ফলে, পরিবেশ-বান্ধব হাইড্রোজেন উৎপাদনে গতি আসবে। জি-২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালনের সময় ভারত আন্তর্জাতিক স্তরে একটি হাইড্রোজেন ব্যবস্থাপনা গড়ে তুলতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে”। গত ৯ সেপ্টেম্ব জি-২০ শীর্ষ সম্মেলনে প্রথম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে এ কথা বলেন।

* পরিবেশ সুরক্ষার নিরিখে বিশ্বের এক নম্বর রাষ্ট্র ডেনমার্ক। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেক্স (ইপিআই) ৭৭.৭।

* ভারতের ইপিআই ১৮.৯। ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে শেষে ভারতের অবস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *