নাগপঞ্চমীতে কোবরা সহ পাঁচটি সাপ উদ্ধার পুরুলিয়ার বাঘমুন্ডিতে

সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুলাই: নাগ পঞ্চমীর দিনই কোবরা সহ পাঁচটি সাপ উদ্ধার করল বনদফতর। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের বিভিন্ন জনপদে সাপগুলি উদ্ধার হয় এদিন।

বাঘমুন্ডির খিরাবেড়া গ্রামে শিবচরণ মাহাতো নামে একজন বাসিন্দা এদিন সকালে তাঁর জমিতে জলসেচ করতে পুকুরে জন। সেই সময় তিনি পুকুর পাড়ে এক বিশাল আকৃতির পাইথন দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বাঘমুন্ডি বনদফতরে খবর দেন। খবর পেয়ে সেই স্থানে এসে পাইথন সাপটি উদ্ধার করেন বনকর্মীরা।

পুরুলিয়া বন বিভাগের অন্তর্গত বাগমুন্ডি বনাঞ্চল দফতর সূত্রে জানা গিয়েছে পাইথন সাপটি চার কেজি ওজনের। প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা।

বাঘমুন্ডির বনাধিকারিক আধিকারিক মনোজকুমার মল্ল জানান, ‘দিনভর বাঘমুন্ডি এলাকার বিভিন্ন গ্রাম থেকে খবর আসে সাপ সংক্রান্ত বিষয়ে। খিরাবেড়া, পাথরডি, বাড়েরিয়া ও বাঘমুন্ডি এলাকা থেকে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ওই এলাকায় গিয়ে থেকে সাপ উদ্ধার করি। সারাদিনে পাঁচটি সাপ উদ্ধার করা গেছে। পাইথন ও কোবরা সাপ উদ্ধার হয়। অক্ষত ও শারীরিক অসুবিধা না থাকায় সাপ গুলোকে বাঘমুন্ডির অযোধ্যার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *