অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ অক্টোবর: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাব যাত্রা ময়দান কালী পুজো মন্ডপের উদ্বোধন করলেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বিদ্যুৎ পাতর। সোমবার সকালে পুজো মন্ডপের ফিতে কেটে যাত্রাময়দানের এই কালী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের সুপার।
জানাগেছে, গোপীবল্লভপুরের ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাব যাত্রা ময়দানের কালী পুজো এবার ৪২ তম বর্ষে পদার্পণ করল। পুজো উপলক্ষে কমিটির তরফ থেকে আগামী সাতদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ সহ একাধিক সেবা মূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।