গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৭ সেপ্টেম্বর: দুইটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল ৫ জন। আরামবাগ থানার অন্তর্গত খেজুর তলা এলাকায় ঘটনাটি ঘটলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। আহত ব্যক্তিদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ খুব সকালে একটি বাইক আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। অপর একটি বাইক আরামবাগের দিকে আসছিল। অভিযোগ, ওই বাইকের তিনজন মদ্যপ অবস্থায় ছিল। ওই সময় ওই দুই বাইক চালকই নিজেদের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এর ফলে মুখোমুখি সংঘর্ষ হয় । মোটর বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় পাঁচজন। স্থানীয় বাসিন্দা ও আরামবাগ থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বাইক দুটি আটক করে আরামবাগ থানার পুলিশ।

